

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশাল নগরীর বেলস পার্ক সংলগ্ন গ্রীনসিটি পার্কে প্রবেশ নিয়ে তর্কের জেরে চ্যানেল ২৪-এর ক্যামেরাপার্সনসহ দুই সংবাদকর্মী ছাত্রদল নেতাদের হামলার শিকার হয়েছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তিন দফা এই হামলার ঘটনায় চ্যানেল ২৪-এর ক্যামেরাপার্সন শাকিল হাওলাদার (পাপ্পু) মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত হন। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সময় টিভির ক্যামেরাপার্সন সুমন হাসানও আহত হয়েছেন।
আহত সুমন হাসান জানান, তিনি পরিবার নিয়ে নিকটস্থ মহিলা ক্লাব মিলনায়তনে একটি অনুষ্ঠানে অংশ নিতে যান। এসময় তার কন্যা পার্শ্ববর্তী গ্রীন সিটি পার্কে প্রবেশ করতে চাইলে নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী প্রবেশে বাধা দেন। বেল্লাল জানান, পার্কে তার সন্তানরা খেলছে, তাই অন্য কাউকে ঢুকতে দেওয়া হবে না। পরে ছাত্রদলের কয়েকজন সহযোগী এসে সুমনকে ঘিরে ধরে।
তার কন্যা চিৎকার করলে চ্যানেল ২৪-এর ক্যামেরাপার্সন পাপ্পু ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক পরিচয় দিলে বেল্লাল ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং দু’জনের ওপর হামলা চালান। এতে পাপ্পুর মাথা ফেটে যায়। সাংবাদিকরা ক্লাবে আশ্রয় নিলে তৃতীয় দফায় ছাত্রদলের নগর সহ-সভাপতি সোহেল, সাকিব, রাহাতসহ আরও কয়েকজন হামলা করে।
কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ সম্পর্কে বেল্লাল গাজী বলেন, নিরাপত্তা প্রহরীকে তিনি কথা দিয়েছিলেন যে পার্কে কেউ প্রবেশ করতে পারবে না। সে কারণেই বাধা দেন এবং এ সময় তর্ক ও হাতাহাতির একপর্যায়ে একজন পড়ে গিয়ে আহত হন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    