শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাথরঘাটায় জামায়াতের বিক্ষোভ মিছিল 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ পিএম
পাথরঘাটায় জামায়াতের বিক্ষোভ মিছিল 
expand
পাথরঘাটায় জামায়াতের বিক্ষোভ মিছিল 

পাথরঘাটা সদর ইউনিয়নের দুটি মসজিদে ও দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর প্রোগ্রামে কতিপয় চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক বাধা ও আতঙ্ক সৃষ্টির প্রতিবাদে এবং এ অন্যায় অগ্রহণযোগ্য আচরণের বিচারের দাবিতে বরগুনার পাথরঘাটায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করে পাথরঘাটার জামায়াতে ইসলামী এর অঙ্গ সংগঠন।

বুধবার আসরের নামাজ পর পাথরঘাটা কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ গেট থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোলচত্তরে গিয়ে প্রতিবাদ সমাবেশ করা হয়।

বরগুনা জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি শামীম আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মাসুদুল আলম, পাথরঘাটা পৌর জামায়াতের আমির মাওলানা বজলুর রহমান, ছাত্র শিবিরের পাথরঘাটা সভাপতি হাফেজ রাকিব হাসান।

এ সময় বক্তারা বলেন, একটি দল আগেরমতো করে আবারো মাথাচাড়া দিয়ে উঠতে চায়। অন্য দলের সাংগঠনিক কাজকর্ম তারা সহ্য করতে পারছে না। জামায়াতে ইসলামীকে যারা নিষিদ্ধ করতে চেয়েছিল তারা কিন্তু দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। সেই আগের দলের পথেই কোন একটি দল আবারো একই দিকে আগাচ্ছে। আমরা চাই স্বাধীন দেশে সকল দলই স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে, এতে বাধা দেয়ার কিছু নেই। যদি আমাদের কার্যক্রম বন্ধ করে দিতে চায় বা চেষ্টা করে তার ফলাফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন