শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আমতলী উপজেলা এনসিপি সমন্বয় কমিটির যাত্রা শুরু

আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৬:১৪ পিএম
expand
আমতলী উপজেলা এনসিপি সমন্বয় কমিটির যাত্রা শুরু

আমতলী উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয় কমিটির আনুষ্ঠানিক কার্যক্রমের শুভযাত্রা শুরু হয়েছে।

সকালে তালতলী ছোটবগী শহীদ মোঃ বাবুল মিয়ার কবর জিয়ারতের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়। পরে কমিটির নেতৃবৃন্দ শহীদের পরিবার—বাবা ও স্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

সমন্বয় কমিটির নেতারা জানান, তালতলী উপজেলার জুলাই শহীদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তারা কার্যক্রমের সূচনা করেন। এরপর আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সমাজসেবা অফিসার, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এই শুভযাত্রা শুরু হয় ঐতিহাসিক জুলাই ২৪—এর শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে—যা বাংলাদেশের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান হিসেবে স্মরণীয় একটি দিন।

শ্রদ্ধা নিবেদন শেষে কমিটির সদস্য ও স্থানীয় নেতারা এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন। সেখানে বক্তারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, শহীদদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। দেশের সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে এনসিপি নিরলসভাবে কাজ করে যাবে।

বক্তারা আরও বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা—সাম্য, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ গঠনের আদর্শ—তাদের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে প্রতিফলিত হবে।

কমিটির নেতারা আশা প্রকাশ করেন, আমতলীর মাটি থেকে শুরু হওয়া এই নতুন উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন দিগন্তের সূচনা করবে।

অনুষ্ঠানে আমতলী উপজেলা এনসিপি সমন্বয় কমিটি ঘোষণা দেয় যে, তারা স্থানীয় জনগণের আশা—আকাঙ্ক্ষা পূরণে, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠায় এবং জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন যাত্রায় সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলুন।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দেন জুলাই গণঅভ্যুত্থান অমর হোক, ইনকিলাব জিন্দাবাদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন