

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার মিরপুর শিয়ালবাড়ীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত আরএন ফ্যাশন পোশাক কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী আল মামুনের দাফন সম্পন্ন হয়েছে বরগুনার আমতলী উপজেলার তারিকাটা গ্রামের নিজ বাড়িতে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় আমতলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জানাজা এবং পরে নিজ গ্রাম তারিকাটায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মানুষ অংশ নেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ঢাকার মিরপুর শিয়ালবাড়ীর একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই গোডাউনের পাশে আরএন ফ্যাশন পোশাক কারখানাটি অবস্থিত ছিল। আগুনের ধোঁয়া ও বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে কারখানার জিএম প্রকৌশলী আল মামুন শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।
পাঁচ দিন পর রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে। সোমবার সকালে মরদেহ আমতলীতে তার শ্বশুর মো. আব্দুস সালামের বাড়িতে আনা হলে শোকের ছায়া নেমে আসে। সেখানে তার স্ত্রী ইসরাত জাহান অ্যামি, সাত বছরের ছেলে ইসতিয়াক আহমেদ ইবাদ ও দেড় বছরের ইমতিয়াজ আহমেদ মুসাফ বসবাস করেন। মরদেহ পৌঁছালে আত্মীয়স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।
ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বৃদ্ধা মা আম্বিয়া বেগম বলেন, মোর আর কেউ নাই। কেডা মোরে ঔষধ কেনার টাহা দেবে? আল্লাহ ওরে না নিয়া মোরে নিতো, এ কি হরলে আল্লায়?
স্ত্রী ইসরাত জাহান অ্যামি বলেন, যার যাবার সে তো চলে গেছে, এখন দুইটি শিশু সন্তানকে মানুষ করবো কিভাবে, তা নিয়েই ভাবছি।
প্রকৌশলী আল মামুনের শ্বশুর, ইউনুস আলী খান কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুস সালাম জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করেছে। সোমবার সকালে আমতলীতে পৌঁছে দুই দফায় জানাজা শেষে গ্রামের বাড়ি তারিকাটায় দাফন সম্পন্ন হয়েছে।
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন,সরকারি নিয়ম অনুসারে নিহত প্রকৌশলী আল মামুনের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
