

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাগেরহাটের কচুয়ায় গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা জাহিদুল ইসলাম মিন্টু (৪৫) নিহত হয়েছেন।
সোমবার (১৪ অক্টোবর) রাতের দিকে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মিন্টু শিবপুর গ্রামের সরদার আবু বক্কারের ছেলে এবং স্থানীয় যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মিন্টুর দুটি বিয়ে ছিল। দীর্ঘদিন ধরে তিনি পারিবারিক দ্বন্দ্বে ভুগছিলেন। সোমবার রাতে প্রথম স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে হঠাৎ বাইরে থেকে ৮-১০ জন লোক এসে তাকে ঘর থেকে টেনে বের করে বেধড়ক মারধর করে। পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা মিন্টুকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন বলেন, “প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ঘটনাটি পারিবারিক কলহ থেকে উদ্ভূত। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যায় কারা জড়িত, তা শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।”
এদিকে একই দিন সকালে বাগেরহাট শহরের পচাদিঘি এলাকায় রাজমিস্ত্রি সুমন্ত বিশ্বাসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
