শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সালথায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০১:৫৫ পিএম আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০১:৫৬ পিএম
জিহাদ সরদার (১৮)
expand
জিহাদ সরদার (১৮)

ফরিদপুরের সালথা উপজেলায় জিহাদ সরদার (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহ প্রতাপ গ্রামে একটি আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জিহাদ সরদার ওই গ্রামের মৃত শাহজাহান সরদারের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জিহাদ কিছুটা বদমেজাজি ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। সোমবার গভীর রাতে পরিবারের অজান্তে বাড়ির পেছনের পুকুরপাড়ে আমগাছে লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি।

মঙ্গলবার সকালে পুকুরে যেতে গিয়ে জিহাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান তার চাচি জাহানারা বেগম। পরে তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

খবর পেয়ে স্থানীয়রা সালথা থানায় যোগাযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন