

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রাণিসম্পদ অধিদপ্তরের পাঁচ ক্যাটাগরির সাব-টেকনিক্যাল পদে জেনারেল নিয়োগ বাতিল করে ‘ডিপ্লোমা ইন লাইভস্টক’ সনদধারীদের অন্তর্ভুক্তির দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে বিভিন্ন আইএলএসটির শিক্ষাঙ্গন।
বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকেই বিক্ষোভ, অবরোধ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন ডিপ্লোমা শিক্ষার্থীরা।
গত ২৯ অক্টোবর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে প্রকাশিত স্মারকে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএফএ) ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পদে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়। এরপর গতকাল প্রকাশিত ভিএফএ নিয়োগ বিজ্ঞপ্তিও বাতিলের দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
তাদের অভিযোগ,প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধিমালা ২০২৩’-এ সাব-টেকনিক্যাল পদে একক যোগ্যতা হিসেবে ডিপ্লোমা ইন লাইভস্টক সনদধারীদের অন্তর্ভুক্ত করা হয়নি, যা তারা ‘অবিচার’ বলে দাবি করে দ্রুত সংশোধনের দাবি জানান।
বিক্ষোভকারীরা আল্টিমেটাম দিয়ে বলেন, আজকের মধ্যেই নিয়োগ বাতিল ও বিধিমালা সংশোধনের ঘোষণা না এলে বিভিন্ন আইএলএসটিতে, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হবে।
ইতোমধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বরুণ দত্তসহ কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
খবর পেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি দাবি বিবেচনার আশ্বাস দিয়ে শান্ত পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পুরো শিক্ষাঙ্গনে চরম আতঙ্ক বিরাজ করছে।
মন্তব্য করুন