

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লা জেলা প্রশাসনে যোগ দেওয়ার পর গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে প্রথমবারের মতো মতবিনিময় করলেন নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান।
আজ বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
সভায় নবনিযুক্ত জেলা প্রশাসক রেজা হাসান সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমাকে সময় দিতে হবে। আপনাদের সহযোগিতা চাই। যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়।
তিনি আরও বলেন, শিক্ষা, দীক্ষা এবং প্রবাসী আয়ে কুমিল্লা অনেক সমৃদ্ধ। এই জেলার মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করতে চাই।
আসন্ন নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হবে। গণমাধ্যমকে প্রয়োজনীয় সব তথ্য দেওয়ার চেষ্টা করব।
ডিসি বলেন, আগের ডিসির চলমান কর্মযজ্ঞ এগিয়ে নেওয়া হবে। টাউন হল, বিয়াম স্কুল ও ডিসি পার্কের উন্নয়নকাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে। প্রয়োজনে রাজশাহীর মতো কুমিল্লা শহর সম্প্রসারণে বড় পরিসরের ভূমি অধিগ্রহণও করা যেতে পারে। এতে নাগরিক সুবিধা বাড়বে।
সভায় বক্তব্য দেন কুমিল্লার জ্যেষ্ঠ সাংবাদিক আবুল হাসানাত বাবুল ও মীর শাহ আলম, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান এবং আমার শহর–এর সম্পাদকীয় বিভাগের গাজীউল হক সোহাগ। সভায় জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এরআগে মু. রেজা হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স ও মাস্টার্স করেছেন। তিনি বিসিএস ২৯তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এক ছেলে ও স্ত্রী নিয়েই তাঁর পরিবার। তিনি রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলায়।
মন্তব্য করুন