সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০২:০৫ পিএম
কাশিয়ানী উপজেলায় ঢাকা–খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় আধাঘণ্টা অবরোধ করে
expand
কাশিয়ানী উপজেলায় ঢাকা–খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় আধাঘণ্টা অবরোধ করে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঢাকা–খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় আধাঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল কর্মী।

সোমবার (১৭ নভেম্বর) সকাল আটটার দিকে উপজেলার তিলছড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে দূরপাল্লার বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন। পথচারী ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

অবরোধ ও বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও আলোচনায় আসে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল পৌনে আটটার দিকে কয়েকজন কর্মী সড়কের পাশের গাছের গুঁড়ি টেনে এনে মহাসড়কের ওপর ফেলেন।

এরপর তারা সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকেন। প্রায় আধাঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা সটকে পড়েন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন গণমাধ্যমকে জানান, কিছু লোক মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করেছিল। খবর পেয়ে পুলিশ পৌঁছানোর পর তারা পালিয়ে যায়।

পরে গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন