বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম
আটককৃত ৬ জন
expand
আটককৃত ৬ জন

সুনামগঞ্জে পেয়াজ, রসুন, আলু ব্যবসায়ীদের টার্গেট করে একটি প্রতারণা ফাঁদ তৈরি করে কোটি টাকা হাতিয়ে নেয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।

বৃহস্পতিবার প্রতারক চক্রের বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করে সুনামগঞ্জ র্যাব কার্যালয় থেকে বিষয়টি নিশিত করা হয়।

আটককৃতরা সবাই কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ ও নিকলী উপজেলার বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম সোহেল (৩৯) মোছাঃ শাহানা পারভীন (৪৩), পিতা-আব্বাস উদ্দিন,মোঃ মশিউর রহমান ওরফে মাসুক (৩০), পিতা-মোঃ হেকিম মিয়া, মোঃ শফিউর রহমান (২৬), পিতা-মোঃ আঃ হেকিম, রিনা আক্তার (২০), স্বামী-মোঃ শফিউর রহমান, নারগিস আক্তার (৩৪), স্বামী-মোঃ রফিকুল ইসলাম সোহেল।

জানা যায়, বিগত ৩ মাস আগে সুনামগঞ্জের রাধানগর পয়েন্টে মেসার্স আব্দুল্লাহ বানিজ্যালয় নামে ব্যবসা প্রতিষ্ঠান চালু করে এই চক্রটি। তারা বাজার দরের চেয়ে কম মূল্যে পেয়াজ, রসুন ইত্যাদি পন্য পাইকারীতে সুনামগঞ্জের স্থানীয় ব্যবসায়ীদের নিকট বিক্রয় শুরু করে।

বেশ কিছুদিন এই ব্যবসা করে স্থানীয় ব্যবসায়ী ও দোকানদারদের কাছে বিশ্বাস অর্জন করে একটি বড় চালান অন্য জেলা হইতে সুনামগঞ্জে নিয়া আসার আশ্বাস দেয় এবং অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে পেয়াজ, রসুন ইত্যাদি পন্যের চালানের অর্ডার কনফার্ম করার জন্য সুনামগঞ্জের স্থানীয় ব্যবসায়ী ও দোকানদারের কাছ থেকে প্রায় কোটি টাকার উপরে নগদ টাকা গ্রহণ করেন।

পরে সুনামগঞ্জ স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে নগদ টাকা আত্মসাত্রে কয়েক ঘন্টা পর তারা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে পালিয়ে যায়।

পরে স্থানীয় ভোক্তভোগী এক ব্যবসায়ী বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। এরই প্রক্ষিতে ১১ নভেম্বর আনুমানিক রাত ৯টার দিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন শ্রীবর্দীপুর ঘোষপাড়া গ্রাম থেকে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ৬ জনকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র্যাব অধিনায়ক জানান, পরবর্তীতে সংঘবদ্ধ প্রতারক চক্রটি ইতি পূর্বেও অন্যান্য জেলায় সুনামগঞ্জ জেলার মতো প্রতারনা করে ব্যবসায়ীদের টাকা আত্মসাৎ করেছে এবং বর্তমানে গাইবান্ধা জেলাকে টার্গেট করে প্রতারনার ফাঁদ তৈরি করছিলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন