বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১০:৪১ পিএম
আওয়ামী লীগের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের বিক্ষোভ
expand
আওয়ামী লীগের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের বিক্ষোভ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে আওয়ামী লীগের লক ডাউন কর্মসূচী ঠেকাতে ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীরা।

আজ বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার সময় বিক্ষোভ মিছিলটি সিদ্ধিরগঞ্জপুল থেকে শুরু করে শিমরাইল হয়ে ডাচ্ বাংলা মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

আগামীকাল সারা দেশে আওয়ামী লীগের ডাকা লক ডাউন কর্মসূচীর প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ এর নির্দেশে বিক্ষোভ মিছিলে অংশ নেন মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগের গুন্ডা বাহিনী রাজনৈতিক সক্ষমতা হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির জন্য থামিয়ে রাখা বাস গুলিতে আগুন ধরিয়ে লক ডাউন পালন করছে। আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী দল। এদের কোনো জাত গোত্র নেই। তারা শুধু পাওয়ারের জন্য ক্ষমতায় আসতে চায়। ক্ষমতায় এসে এই দেশের সম্পদ পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে দিতে চায় এটাই হচ্ছে তাদের এজেন্ডা।

এসময় মিছিলে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীসহ বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন