বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জের ২৮১ বস্তা চাল কক্সবাজার থেকে উদ্ধার, আটক ৩

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১১:৩২ পিএম
চালসহ তিনজন আটক
expand
চালসহ তিনজন আটক

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে কক্সবাজারের রামু এলাকা থেকে আত্মসাৎকৃত ২৮১ বস্তা আতপ চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন সুলতান আহাম্মদ (৩০), আফতাব উদ্দিন ওরফে মুখ পুড়া ইমন (৩৫) উভয়ের বাড়ি বাগেরহাট জেলার জয়পুর এলাকায় এবং সোহেল আহমেদ (২৭) কক্সবাজারের উখিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর হবিগঞ্জের মেসার্স মা ট্রান্সপোর্ট এজেন্সি থেকে ৫০ কেজি ওজনের ৩০০ বস্তা (মোট ১৫ টন) আতপ চাল কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকার “ছয় তারা রাইস এজেন্সি”-তে পাঠানো হয়। কিন্তু ট্রাকচালক চাল গন্তব্যে না পাঠিয়ে আত্মসাৎ করে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অপরাধ করেন।

এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের পর জেলা পুলিশের একটি টিম ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে হবিগঞ্জ ডিবি ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে কক্সবাজারের রামু থানার চাকমারকুল নয়া চরপাড়া এলাকায় রামু থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আত্মসাৎকৃত ২৮১ বস্তা চাল উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত চাল ও গ্রেফতারকৃত আসামিদের হবিগঞ্জে আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আত্মসাৎ করা সরকারি চালের পুরো চক্র শনাক্তে অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন