বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১১:২১ পিএম
ককটেল বিস্ফোরণ
expand
ককটেল বিস্ফোরণ

রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, ধানমন্ডির ১১/এ এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, “আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

ঘটনার পর ট্রাইব্যুনাল এলাকায় উদ্বেগ দেখা দেয়, তবে পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের কারণ ও উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন