

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের মাইজগাঁও এলাকায় পদ্মা নদীর একটি শাখা খালে বাঁধ দিয়ে নৌযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. রোমান নামের এক ব্যক্তি খালের ওপর অবৈধভাবে বাঁধ নির্মাণ করে জেলেদের মাছ আহরণ ও নৌপথে চলাচল বন্ধ করে দিয়েছেন। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও ভোগান্তি তৈরি হয়েছে।
দীর্ঘদিন ধরে খালটি স্থানীয় কৃষক ও জেলেদের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। বর্তমানে বাঁধ দেওয়ায় মাছ ধরা, কৃষিপণ্য পরিবহন ও নৌযান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
স্থানীয় বাসিন্দা মো. মোতালেব খান বলেন, “এই খালই ছিল আমাদের প্রধান চলাচলের পথ। এখন বাঁধ দেওয়ায় নৌকা চালানো একেবারেই বন্ধ হয়ে গেছে।”
ট্রলারচালক বাবুল বলেন, “আমরা নিয়মিত এই পথে যাতায়াত করি। কিন্তু এখন বাঁধ দেওয়ায় যেতে পারছি না। আজও আমি নৌকা নিয়ে এসেছিলাম, কিন্তু ফিরে যেতে হয়েছে।”
অভিযুক্ত মো. রোমান অভিযোগ স্বীকার করে বলেন, “মাছ ধরার জন্যই বাঁধ দেওয়া হয়েছে। তবে এতে নৌযান চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।”
উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা বলেন, “আমরা বিষয়টি শুনেছি। একবার ঘটনাস্থলে গিয়েছিলাম, তবে সঠিক স্থান সনাক্ত করতে না পারায় ফিরে আসতে হয়। শিগগিরই আবার সেখানে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন