

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লাল কেল্লার নিকটে একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও ২৪ জন আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিস্ফোরণের পর দিল্লি পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ নিশ্চিত না হলেও নিরাপত্তা সংস্থাগুলো সন্ত্রাসী নাশকতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না।
বিস্ফোরণের পর মুম্বাই, লখনউ, দেরাদুনসহ ভারতের বিভিন্ন রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নিরাপত্তা সংস্থার এক সূত্র এনডিটিভিকে জানায়, মহারাষ্ট্রে বিশেষ করে মুম্বাইয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো-রেলস্টেশন, বিমানবন্দর, শপিংমল ও জনবহুল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়া লখনউ থেকে জারি করা নির্দেশে উত্তরপ্রদেশের সব জেলায় পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। সংবেদনশীল এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং যানবাহন তল্লাশি বৃদ্ধি করা হয়েছে। একইভাবে দেরাদুনেও নিরাপত্তা ব্যবস্থা শক্ত করা হয়েছে।
দিল্লি পুলিশের বিশেষ শাখা ও জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) যৌথভাবে বিস্ফোরণের তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে সংগৃহীত গাড়ির ধ্বংসাবশেষ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলে জানা গেছে।
এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। আমরা সব দিক খতিয়ে দেখছি-এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা।
প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে বিস্ফোরণের পর ভারত-নেপাল সীমান্তেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তে মোতায়েন বিএসএফের পাশাপাশি স্থানীয় পুলিশকেও সতর্ক করা হয়েছে। সীমান্ত দিয়ে যাতায়াতকারী প্রত্যেককে কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
রাজস্থানের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) রাজীব শর্মা রাজ্যের সব রেঞ্জ আইজি ও জেলা পুলিশ সুপারদের উচ্চ সতর্কতা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন। সীমান্তবর্তী জেলা এবং সংবেদনশীল এলাকায় গাড়ি তল্লাশি চালানো হচ্ছে।
দিল্লি পুলিশের কমিশনার জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লাল কেল্লা ট্রাফিক সিগনালের কাছে ধীরগতিতে চলা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। যাত্রীরা তখন গাড়ির ভেতরে ছিলেন।
দমকল বিভাগের উপপ্রধান একে মালিক জানান, সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিস্ফোরণে আশপাশের অন্তত ২২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকনায়ক হাসপাতালে আহতদের ভর্তি করা হলে সেখানে আটজনের মৃত্যু নিশ্চিত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণটি অত্যন্ত জোরে হয়েছিল, মুহূর্তের মধ্যেই বিশাল আগুনের গোলা দেখা যায়। বর্তমানে দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং অ্যান্টি-টেরর স্কোয়াড ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।
মন্তব্য করুন
