

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন ওরফে ‘বোম ফারুক’কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় শহরের ঝিলটুলী এলাকার ডায়াবেটিস হাসপাতালসংলগ্ন একটি ফ্ল্যাট বাসা থেকে তাকে আটক করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফারুক হোসেনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক হোসেনের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান হত্যা মামলা ছাড়াও নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। তবে ঠিক কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
দলীয় সূত্রে জানা যায়, মো. ফারুক হোসেন দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক গত বছরের ৫ আগস্ট যুক্তরাষ্ট্রে যাওয়ার পর সম্প্রতি ফারুক হোসেন নিজেকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বপ্রাপ্ত বলে দাবি করেন এবং বিষয়টি তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে উল্লেখ করেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল্লাহ বিশ্বাস বলেন, ফারুক হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে ও ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দুটি মামলা রয়েছে। আজকের গ্রেফতার সেই মামলাগুলোরই প্রক্রিয়ার অংশ।
ফরিদপুরের রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই গ্রেফতারকে ঘিরে শহরে ইতোমধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
মন্তব্য করুন