রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিপ্লব ও সংহতি দিবসে সিংড়ায় বিএনপির জনসমাবেশ

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম
সিংড়ায় বিএনপির জনসমাবেশ
expand
সিংড়ায় বিএনপির জনসমাবেশ

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোরের সিংড়ায় বিএনপির উদ্যোগে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে সিংড়ার গরুহাট এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর কোর্ট মাঠে গিয়ে এক জনসভায় পরিণত হয়।

উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল। পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সাবেক ভিপি এডভোকেট শামীম হোসেন, সাইদুর রহমান সাধু, সাবেক ছাত্রদল নেতা ফজলুর রহমান মিন্টু, পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হাসান মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য এডভোকেট শামীম হোসেন ও সাইদুর রহমান সাধু। জনসভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে সৈনিক-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখে। বক্তারা বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিও পুনর্ব্যক্ত করেন।

বক্তব্যে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, বিএনপির নেতা-কর্মীরা জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে আছে এবং থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

জনসভা শেষে বিপুল সংখ্যক নেতাকর্মী “তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হউক, আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন”—এই শ্লোগান দিয়ে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তোলে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন