রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

একটি দল এসে বলবে, ভোট না দিলে জান্নাতে যেতে পারবে না: মাহবুব আলম

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মাহবুব আলম
expand
নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মাহবুব আলম

লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মাহবুব আলম বলেছেন, একটি দল আসবে, যারা বলবে তাদের ভোট না দিলে জান্নাতে যেতে পারবেন না। তাই এই ধর্মীয় ফ্যাসিবাদ, সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রতিহত করতে হবে। যারা আপনাদের সম্মান অস্বীকার করবে, তাদের ভোট দেবেন না।

শনিবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মেহের আলী মোল্লাবাড়িতে রামগঞ্জ উপজেলা এনসিপির আয়োজিত জনতার উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের পরিবর্তনের একটি সুযোগ এসেছিল, কিন্তু আমরা তা কাজে লাগাতে পারিনি। আমরা দেখেছি মুজিবীয় দুঃশাসন ও একদলীয় শাসনব্যবস্থা। ২০২৪ সালেও পরিবর্তনের সুযোগ এসেছে, এবার আমরা কোনো মাফিয়া বা দুর্নীতিবাজ দলকে সেই সুযোগ নষ্ট করতে দেব না। আমাদের নতুন করে ভাবতে হবে দেশের ভবিষ্যৎ নিয়ে।

মাহবুব আলম বলেন, আগামী নির্বাচনের ভোটই নির্ধারণ করবে আগামী ৫০ বছরের বাংলাদেশ কেমন হবে। শাপলার কলিই হবে নতুন বাংলাদেশের প্রতীক। এনসিপিই আগামী দিনের সরকার গঠন করবে।

তিনি আরও বলেন, জামায়াত একসময় আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গেও ক্ষমতায় ছিল। এখন সময় এসেছে জাতীয় নাগরিক পার্টির পাশে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার।

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন এনসিপির রামগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারী মাছুম বিল্লাহ, যুগ্ম সমন্বয়কারী মাহবুদুন নবী টিটু, আরিফ সোহেল, হাছিবুর রহমান রাফি, চন্ডিপুর ইউনিয়ন আহ্বায়ক সাইফুল ইসলামসহ জুলাই আন্দোলনের যোদ্ধা, ছাত্রনেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন