

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহের মৃত্যুর রহস্য উদঘাটন ও হত্যার ন্যায়বিচারের দাবিতে গাজীপুর সদরের শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মানববন্ধন। ‘জাস্টিস ফর সালমান শাহ’ স্লোগান নিয়ে জেলার নানা প্রান্ত থেকে আগত ভক্তরা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অংশ নেন এই কর্মসূচিতে।
মানববন্ধনের আয়োজন করে কাশিমপুর, গাজীপুর মহানগর ও সালমান শাহ স্টেশন—যৌথভাবে।
ভক্তরা জানান, সালমান শাহ শুধু ঢাকাই সিনেমার নায়ক নন, তিনি এক প্রজন্মের অনুপ্রেরণা ও আইকন। তার মৃত্যু আজও ভক্তদের হৃদয়ে অমীমাংসিত এক প্রশ্ন হয়ে রয়েছে। উপস্থিত বক্তারা বলেন, সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা হলেও জনগণ বিশ্বাস করে এটি পরিকল্পিত হত্যা।
মানববন্ধনে বক্তারা সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডনসহ মামলার সকল আসামির দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মামলার তদন্তে গাফিলতি ও ধীরগতি ভক্তদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের জন্ম দিয়েছে।
একজন অংশগ্রহণকারী ভক্ত বলেন,“সালমান শাহ শুধু একজন অভিনেতা নন, তিনি আমাদের আবেগ ও ইতিহাসের অংশ। তার মৃত্যুর বিচার না হওয়া মানে ন্যায়বিচারের প্রতি আস্থা হারানো।”
আয়োজকরা জানান, এই আন্দোলন এখানেই শেষ নয়—হত্যার রহস্য উদঘাটন না হওয়া পর্যন্ত দেশজুড়ে আন্দোলন চলবে এবং ধীরে ধীরে সারাদেশে ছড়িয়ে পড়বে।
মানববন্ধনে বিভিন্ন বয়সের মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের বিপুল অংশগ্রহণ লক্ষ্য করা যায়। কেউ সালমান শাহর ছবির পোস্টার হাতে দাঁড়িয়েছেন, কেউ তার সংলাপ লিখে ব্যানারে ঝুলিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও সারাদেশের ভক্তরা #JusticeForSalmanShah হ্যাশট্যাগ ব্যবহার করে সংহতি প্রকাশ করছেন।
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অমর হয়ে থাকা সালমান শাহর মৃত্যু রহস্য ঘিরে এই আন্দোলন আবারও প্রমাণ করল—তার প্রতি ভক্তদের ভালোবাসা আজও তীব্র ও অমলিন।
মন্তব্য করুন