রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যুবলীগ নেতা এনসিপিতে

শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৭:২৭ পিএম
শেরপুর জেলার জাতীয় নাগরিক পার্টিতে যুবলীগ নেতা
expand
শেরপুর জেলার জাতীয় নাগরিক পার্টিতে যুবলীগ নেতা

শেরপুর জেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্যঘোষিত আহ্বায়ক কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন নালিতাবাড়ী উপজেলার যুবলীগ নেতা রকিবুল ইসলাম। তিনি নালিতাবাড়ী পৌর যুবলীগের ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। তিনি এনসিপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেলেও এখনো যুবলীগের ক্রীড়া সম্পাদকের পদে বহাল রয়েছেন তিনি।

এ খবর ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে জেলা জুড়ে। এর আগে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ৫৬ সদস্যবিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

জানা গেছে, রকিবুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি মরিচপুরান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন। তিনি ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মতিয়া চৌধুরীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন। যুবলীগ ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে রকিবুল ইসলাম বলেন, যুবলীগে আমাকে কার্যক্রমে অংশ নিতে দেয়া হয়নি। মরিচপুরান ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক পদেও কখনও কাজ করার সুযোগ পাইনি। পরিবর্তীত পরিস্থিতিতে যুবলীগের কোনো কার্যক্রম না থাকায় আমি এনসিপিতে এসেছি।

জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া বলেন, রকিবুল ইসলাম যুবলীগের পদে আছেন এ তথ্য আমরা জানতাম না। তিনি এনসিপির কার্যক্রমে সক্রিয় থাকায় পদ দেয়া হয়েছে। বিষয়টি যাচাই করে দেখা হবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন