

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বাচন্দ্রা ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত টেপ বল বিপিএল-২০২৫ সিজন ১-এর উত্তেজনাপূর্ণ ফাইনালে শরিয়তপুর দুরন্ত ফাইটার্সকে ২০ রানে পরাজিত করে শিরোপা জিতেছে খুলনা টাইগার্স। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় খুলনা।
ব্যাট করতে নেমে খুলনা টাইগার্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৮ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে। দলের পক্ষে দুই ব্যাটসম্যান সুক্কুর এবং রিয়াজুল মোল্লা দুর্দান্ত অর্ধশতক হাঁকান। সুক্কুর মাত্র ৩২ বলে ১টি চার ও ৯টি ছক্কার সাহায্যে বিধ্বংসী ৬৫ রান করেন। রিয়াজুল মোল্লা ৪৬ বলে ৬টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৬০ রানে অপরাজিত থাকেন। আরেক ওপেনার মাহফুজ আহমেদ ২১ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন।
জবাবে, ২০৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শরিয়তপুর দুরন্ত ফাইটার্সের অধিনায়ক জহির রায়হান একাই লড়ে যান। তিনি ৩৮ বলে ২টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৬৩ রান করেন। শেষদিকে নাজমুল হাসান ২৬ বলে ৩৭ রানের ইনিংস খেললেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শরিয়তপুর নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রানে থেমে যায়।
খুলনা টাইগার্সের পক্ষে বোলাররা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। ফায়ার সালাম ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় ৩টি উইকেট শিকার করে জয়ের পথ সুগম করেন। মোহাম্মদ ওসামা ৪ ওভারে ২৬ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন। এই জয়ে খুলনা টাইগার্স টেপ বল বিপিএল-২০২৫ সিজন ১-এর প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মন্তব্য করুন