

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, নির্বাচন ঘনিয়ে এসেছে। একটি ইসলামী দল নির্বাচনে অংশ নেবে, আরও কয়েকটি দলও অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু জামায়াতে ইসলামী এখন আবোল তাবোল কথা বলছে।
তারা আসন্ন নির্বাচনে মানুষকে নানা কথা বলে প্রভাবিত করার চেষ্টা করবে। তাদের মুনাফেকি থেকে সাবধান থাকতে হবে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল সরকারি কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কায়কোবাদ বলেন, ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করে সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিলেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই জামায়াতকে রাজনীতি করার সুযোগ দেন। ২০০১ সালে বেগম খালেদা জিয়া তাদের ১৮টি আসন দেন এবং দুজনকে মন্ত্রী করেন। কিন্তু তারা মন্ত্রণালয়ে বসে নিজেদের সংগঠনকে শক্তিশালী করেছে।
তিনি আরও বলেন, টর্নেডোতে চারজনের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা সবাইকে সহায়তা দিয়েছিলাম। পরে জানতে পারি, যাঁদের একজনকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছিল, তিনি জামায়াতের কর্মী। জামায়াত নাকি তাদেরও টাকা দিয়েছে! বাকিরা কি মুসলিম নন? এমন রাজনীতি মানুষ এখন ভালোভাবেই বুঝে গেছে।
তারেক রহমানকে নিয়ে কায়কোবাদ বলেন, আমাদের নেতা তারেক রহমান বহু নির্যাতনের শিকার হয়েছেন। তিনি দেশে আসবেন, আমরা মুরাদনগরের মানুষ তাঁকে বরণ করে নেব।
মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার প্রমুখ।
দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলসহ ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে হাজারো বিএনপি নেতাকর্মী জনসভাস্থলে সমবেত হন।
মন্তব্য করুন