রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সকালে মাইকে ঘোষণা, দুপুরে দুই পক্ষের টেঁটাযুদ্ধ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৪:২৬ পিএম
নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ১৫
expand
নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ১৫

নরসিংদীর মাধবদী থানার চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুর এলাকায় খেয়া পারাপারের ভাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (৮ নভেম্বর) সকালে মাইকে ঘোষণা দেওয়ার পর টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার খেয়াঘাটে ভাড়ার অতিরিক্ত টাকা আদায় ও প্রভাব বিস্তার নিয়ে শহিদ মিয়া মেম্বার ও চাঁন মিয়া নামের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

এর আগেও সোমবার ও মঙ্গলবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ কারণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

শনিবার ভোরে পুলিশ না থাকার সুযোগে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়।

এরপর মাইকে ঘোষণা দিয়ে সমর্থকদের জড়ো করে দুই দল আবার মুখোমুখি হয়। একপর্যায়ে টেঁটা ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১৫ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজন টেঁটাবিদ্ধ বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আহতদের অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে গোপনে চিকিৎসা নিচ্ছেন।

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত অবস্থা বিরাজ করছে। মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের বিষয়ে আমরা নিশ্চিত তথ্য পাইনি।”

এদিকে শহিদ মিয়া মেম্বার ও চাঁন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন