রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ধানক্ষেতে দাঁড়িয়ে ‘রিভিউ আবেদন’ বিএনপির মনোনয়নপ্রত্যাশী!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১২:০৬ পিএম
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের শেয়ার করা ছবি। সংগৃহীত
expand
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের শেয়ার করা ছবি। সংগৃহীত

ফেনী-২ আসনের মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল অভিনবভাবে প্রতিবাদ জানিয়ে আলোচনায় এসেছেন।

ধানক্ষেতে দাঁড়িয়ে ক্রিকেটীয় স্টাইলে হাতে ‘রিভিউ’ ইঙ্গিত করে তিনি মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এ ছবিকে ঘিরে পুরো জেলায় চলছে ব্যাপক আলোচনা।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে ধানক্ষেতে গিয়ে হাত উঁচিয়ে ছবিটি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন আলাল।

স্থানীয় নেতাকর্মীদের অনেকে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন। অনেকে আবার প্রার্থী বাছাইয়ে দলীয় সিদ্ধান্তের সমালোচনা করে ভিন্নমত পোষণ করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

তবে গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব ঘোষিত প্রার্থী তালিকায় তার নাম না থাকায় তিনি হতাশা প্রকাশ করেন।

এ ঘটনার পর প্রতিবাদ ও মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করতে তিনি ধানক্ষেতে গিয়ে ক্রিকেটীয় ভঙ্গিতে ‘রিভিউ’র আবেদন জানান। ব্যতিক্রমী এ প্রতিবাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ক্যাপশনে আলাল উদ্দিন আলাল লেখেন, ‘নো ক্যাপশন’।

মুহুর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। অনেকে সেই পোস্টের মন্তব্যঘরে মজার মন্তব্য ও সমর্থনের বার্তা লিখে প্রতিক্রিয়া জানান। ফখরুল ইসলাম নামে একজন মন্তব্যরঘরে লেখেন, ‘এটাই সৌন্দর্য। আপনার বিচক্ষণতা আবারও প্রমাণিত হলো। রাজনীতি মোটা মাথার লোকদের জন্য নয়।’

সায়েদ নামে আরেকজন উল্লেখ করেন, ‘তরুণ প্রজন্মের পছন্দের মধ্যে আলাল ভাই একজন, ধানক্ষেতে গিয়ে ভিন্নভাবে রিভিউ আবেদন করলেন তিনি ফেনী-২ আসনের জন্য। আশা করি, দল পুনর্বিবেচনা করবে।’

এএইচ রূপক লেখেন, ‘চমৎকার প্রতিবাদের ভাষা, এর থেকে শিক্ষণীয় আর কিছু হতে পারে না। আপনি জিতে গেলেন, আপনার জ্ঞানগর্ভ সংকেত দিয়ে।’

এ ব্যাপারে জানতে চাইলে আলাল উদ্দিন আলাল বলেন, ‘রিভিউ করার বিষয়টি আমার নিজের চিন্তা থেকে এসেছে। অহিংসভাবে দলের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন জানানোর উদ্দেশ্যেই এ উদ্যোগ নিয়েছি। যেহেতু এটি এখনো দলের চূড়ান্ত মনোনয়ন নয়, তাই প্রার্থী পরিবর্তনের দাবিতে আমরা রিভিউ আবেদন করছি।’

বর্তমান জেনারেশন-জি (জেন-জি) প্রজন্মের প্রতিবাদের ভাষার সঙ্গে মিল রেখে বিষয়টি উপস্থাপন করেছেন জানিয়ে তিনি বলেন, এক সময় ফেনী ‘লেবানন’ বা ‘মৃত্যুপুরী’ নামে পরিচিত ছিল- সেখান থেকে এখন প্রতিবাদের ধরনও বদলে গেছে। সেই পরিবর্তনের প্রতিচ্ছবি হিসেবেই আমি এই রিভিউ আবেদন করেছি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও তিনবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদীন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারীসহ কয়েকজন নেতা।

তাদের নিয়ে ভার্চ্যুয়ালি মতবিনিময় করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত সোমবার (৩ নভেম্বর) বিকেলে ফেনীর তিনটি আসনে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে ফেনী-১ আসনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ফেনী-২ আসনে চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ও ফেনী-৩ আসনে দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন