রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে বালু উত্তোলনের দায়ে ২ জনকে কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১০:৫৭ এএম
অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের অভিযোগে  ২ জনকে কারাদণ্ড
expand
অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের অভিযোগে ২ জনকে কারাদণ্ড

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।

শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসনের একটি মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উজান কলকিহারা গ্রামের সিকান্দার আলী (৬২) ও আফসার আলী (৫২)।

প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার উজান কলকিহারা এলাকায় নদীভাঙন রোধে স্থাপিত জিও ব্যাগের পাশ ঘেঁষে একটি চক্র দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল।

বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন রাতেই পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযান শেষে দণ্ডপ্রাপ্তদের বকশীগঞ্জ থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন ‘এনপিবি’-কে বলেন, এর আগেও আমরা দুইবার অভিযান চালিয়েছি কাউকে পাইনি, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।

ঘটনাস্থলে গিয়ে দুইজনকে হাতেনাতে আটক করি। মোবাইল কোর্টের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন