

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রিলব্ধ নগদ অর্থ উদ্ধার করেছে কোনাবাড়ী থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে প্রায় ১৫০০ (দেড় হাজার) পিস ইয়াবা ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।কোনাবাড়ী কাঁচাবাজার সংলগ্ন এমএম গার্মেন্টস ও মুকুল নীটওয়্যারের পাশে, আকুরা নামক সাত তলা একটি ভবনের পশ্চিম পাশের একটি ফ্ল্যাটে এই অভিযান পরিচালিত হয়। ভবনটির মালিক সেলিম সাহেবের ভাড়া দেওয়া এই ফ্ল্যাটেই মাদক কারবার চলছিল বলে জানায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক (এসআই) তাইম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) স্বপন এবং এএসআই রেজাউল সঙ্গীয় কনস্টেবল আবুল কালাম আজাদ-সহ একটি দল নিয়ে সেখানে অভিযান চালান কোনাবাড়ী থানা পুলিশ।অভিযানে ড্রয়িং রুমের একটি কাপবোর্ডের পিছনে কৌশলে লুকিয়ে রাখা একটি ফ্রিজের কার্টুনের ভাঁজ থেকে ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ও নগদ অর্থের আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা। অভিযান শেষে ঘটনা স্থলে উপস্থিত বাড়ির কেয়ারটেকার তাজ্জত মিয়া এবং পার্শ্ববর্তী ফ্ল্যাটের ভাড়াটিয়া আজাদ সাহেব সহ এলাকাবাসীর সম্মুখে আইনানুগ ভাবে জব্দ তালিকা তৈরি করে মালামালগুলো হেফাজতে নেওয়া হয়।
অভিযান চলাকালীন মাদক বিক্রেতা শাহিন মিয়াকে ফ্ল্যাটে পাওয়া যায়নি। জানা যায়, ফ্ল্যাটটিতে সম্প্রতি তার স্ত্রী এবং দুই বছর বয়সী এক পুত্র সন্তান আছেন।
কোনাবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।এই ঘটনায় পলাতক ফ্ল্যাটের ভাড়াটিয়া শাহিন মিয়া এবং তার সহযোগী হিসেবে জড়িতদের বিরুদ্ধে কোনাবাড়ী থানার উপপরিদর্শক এস আই স্বপন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করেছেন। মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশের এই ধরনের অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন