শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় বীজ ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১২:৪৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজ (৩০ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে বীজ ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি।

“সম্মিলিত সার ডিলার নীতিমালা ২০২৫”-এর আওতায় প্রান্তিক পর্যায়ে কৃষকবান্ধব সকল বিআরডিসি (BADC) বীজ ডিলারকে সার ডিলারের অন্তর্ভুক্ত করার দাবিতে এই কর্মসূচির আয়োজন করে বিএডিসি ডিলার অ্যাসোসিয়েশন, পাবনা।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী ও টেকসই করতে হলে বীজ ডিলারদের সার বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত করা সময়ের দাবি। এতে একদিকে কৃষকরা একই জায়গা থেকে সার ও বীজ সংগ্রহ করতে পারবেন, অন্যদিকে বাজারে সারের সরবরাহও স্থিতিশীল থাকবে।

পরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে তাদের দাবিনামা সংবলিত স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ মাহফুজুর রহমান, কামরুল ইসলাম রকি, কামরুল হাসান মানিক ও সিরাজুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের অসংখ্য ডিলার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন