

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট পরিচালনা আপাতত স্থগিত করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সরকারি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন-১ শাখা থেকে জারি করা ওই চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক ফ্লাইট চালুর পূর্ব পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর নন-শিডিউল (চার্টার্ড) আন্তর্জাতিক ফ্লাইট বা জরুরি অবতরণের ক্ষেত্রেও ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ইতোমধ্যে বিষয়টি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল। এরপর থেকে বাংলাদেশ বিমানসহ বেশ কয়েকটি এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতিও নিচ্ছিল।
তবে নতুন নির্দেশনা অনুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইট চালুর কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। ফলে কক্সবাজার বিমানবন্দর এখন থেকে শুধুমাত্র অভ্যন্তরীণ ফ্লাইটের জন্যই ব্যবহার করা হবে।
মন্তব্য করুন
