

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আগামীতে দেশ কীভাবে চলবে, সেই সিদ্ধান্ত জনগণই নেবে গণভোটের মাধ্যমে—এমন মন্তব্য করেছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেখতে চায়।
সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গণভোট নিয়ে সারা দেশে প্রচারণার লক্ষ্যে যাত্রা শুরু করা ভোটের গাড়ির কুমিল্লা জেলার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা টাউন হল মাঠে ‘ভোটের গাড়ি সুপার ক্যারাভান’-এর কার্যক্রম শুরু হয়।
আলী ইমাম মজুমদার বলেন, দীর্ঘদিন ধরে দেশে অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। বিশেষ করে যাঁদের বয়স বর্তমানে ৩০ থেকে ৩৫ বছর, তাঁদের অনেকেই এখনো ভোট দেওয়ার সুযোগ পাননি। তবে সেই পরিস্থিতির অবসান ঘটতে যাচ্ছে বলে তিনি আশা প্রকাশ করেন। এ জন্য সরকার সক্রিয়ভাবে কাজ করছে, যাতে মানুষ নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করবে বলেও তিনি জানান।
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের মালিক জনগণ এবং সকল ক্ষমতার উৎস জনগণ। তাই দেশ কীভাবে চলবে, সে সিদ্ধান্ত জনগণ নেবে গণভোটের মাধ্যমে। আর কারা দেশ পরিচালনা করবে, সে সিদ্ধান্ত হবে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। নির্বাচন ও গণভোট নিয়ে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের প্রচারণার অংশ হিসেবে ভোটের গাড়িটি কেবল জেলা সদরেই নয়, বিভিন্ন উপজেলাতেও যাবে। এর মাধ্যমে মানুষকে গণভোট ও সংসদ নির্বাচন সম্পর্কে সচেতন করা হবে।
প্রশাসন একটি নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে গেছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আলী ইমাম মজুমদার বলেন, সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে প্রশাসন নিরপেক্ষ থাকবে। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন নিরপেক্ষ ভূমিকার মাধ্যমে তার প্রমাণ দেবে।
কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাশেদুল হক চৌধুরী। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ভোটের গাড়ি থেকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ভিডিও বার্তা প্রচার করা হয়। পাশাপাশি প্রচারণার অংশ হিসেবে প্রদর্শিত হয় গণভোট ও সংসদ নির্বাচন–সংক্রান্ত ভিডিও, জুলাই গণ–অভ্যুত্থান বিষয়ে তথ্য ও প্রামাণ্যচিত্র।
মন্তব্য করুন
