

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শহরের যশোর নড়াইল রোড়ে দাইতলায় লোকাল বাসের চাপায় মুরাদ আহমেদ (৪৫) নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন।
সোমবার সকালে যশোর কোতোয়ালি মডেল থানাধীন দাইতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক বাসচালককে আটক করে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মুরাদ আহমেদ ঝুমঝুমপুর এলাকার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি ‘মডার্ন ইলেকট্রিক্যাল ওয়ার্কস লিমিটেড’-এর যশোর জেলা শাখায় ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মুরাদ আহমেদ যশোর শহর থেকে বাইসাইকেল চালিয়ে নড়াইল জেলার দিকে যাচ্ছিলেন। দাইতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় যশোর থেকে নড়াইলগামী একটি লোকাল বাস পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয় জনগণ বাসটি আটক করে চালক রায়হান (২৫)-কে মারধর করেন। তিনি যশোর জেলার বাঘারপাড়া থানার দিয়াপাড়া গ্রামের মৃত ইউনুস গাজীর ছেলে। খবর পেয়ে তুলারামপুর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত চালককে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে নেওয়ার প্রস্তুতি চলছে।
এদিকে কোতোয়ালি থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন
