শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

১৩০ ডলারের সোয়েটশার্টে বাজারে এল ট্রাম্প নাতনি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম
ডোনাল্ড ট্রাম্পের নাতনি কাই
expand
ডোনাল্ড ট্রাম্পের নাতনি কাই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাতনি কাই নিজের নামে একটি পোশাক ব্র্যান্ড চালু করেছেন। উদ্বোধনের প্রচারণামূলক ছবি তোলা হয়েছে হোয়াইট হাউসের ভেতরেই, যেখানে তাকে ১৩০ ডলার দামের একটি সোয়েটশার্ট পরে দেখা যায়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

শুক্রবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কাইকে পাশে দাঁড় করিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প পরিচয় করিয়ে দেন। ট্রাম্প বলেন, ‘এটাই কাই।’ মাত্র ১৮ বছর বয়সী কাই গত বছর রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে সংক্ষিপ্ত বক্তব্যও দিয়েছিলেন।

সেই দিনই দাদু-নাতনি একসঙ্গে হেলিকপ্টারে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন রাইডার কাপ গলফ টুর্নামেন্টে যোগ দিতে। দুজনেরই গলফের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। আগামী বছর মায়ামি বিশ্ববিদ্যালয়ের গলফ দলে যোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে কাইয়ের।

তিনি বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে নিজের ব্র্যান্ডের ঘোষণা দেন। ব্র্যান্ডের ওয়েবসাইটে বর্তমানে ১৩০ ডলার মূল্যের ক্রুনেক সোয়েটশার্ট বিক্রি হচ্ছে, যার বুকে তার নামের আদ্যক্ষর এবং হাতায় তার স্বাক্ষর ছাপা রয়েছে। ওয়েবসাইটে প্রকাশিত বেশ কিছু ছবিই তোলা হয়েছে হোয়াইট হাউসের প্রাঙ্গণে।

কাইয়ের বাবা-মায়ের বিচ্ছেদ হয়েছে। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, তার মা বর্তমানে গলফ কিংবদন্তি টাইগার উডসের সঙ্গে সম্পর্কে রয়েছেন।

উল্লেখ্য, পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্টদের তুলনায় ডোনাল্ড ট্রাম্প বরাবরই পারিবারিক ব্র্যান্ড প্রচারে সক্রিয় ছিলেন। রিয়েল এস্টেট থেকে শুরু করে ক্রিপ্টোকারেন্সি পর্যন্ত নানা খাতে নিজের রাজনৈতিক পদকে ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন