

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানে সরকারবিরোধী আন্দোলনে কয়েক হাজার মানুষের প্রাণহানির প্রেক্ষাপটে দেশটির নেতৃত্বে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরানোর ইঙ্গিত স্পষ্ট হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের জন্য নতুন নেতৃত্ব খোঁজার সময় এসে গেছে।
বিক্ষোভকারীদের ওপর কঠোর দমন-পীড়নের ঘটনায় খামেনির তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন, একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি যা করেছেন, তা দেশের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়েছে। তার মতে, বিক্ষোভ দমনে যে মাত্রার সহিংসতা চালানো হয়েছে, তা নজিরবিহীন।
ট্রাম্প আরও বলেন, একটি দেশ পরিচালনার মূল বিষয় হলো জনগণের কল্যাণে মনোযোগ দেওয়া। তার ভাষায়, ক্ষমতা ধরে রাখতে হাজার হাজার মানুষকে হত্যা করা কোনো নেতৃত্বের পরিচয় হতে পারে না। প্রকৃত নেতৃত্ব ভয় বা মৃত্যুর মাধ্যমে নয়, বরং সম্মানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
এর আগে ট্রাম্পের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি ট্রাম্পকে অপরাধী আখ্যা দিয়ে বলেন, ইরানের জনগণের ওপর যে ধ্বংসযজ্ঞ নেমে এসেছে, তার জন্য ট্রাম্প দায়ী।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভের সূত্রপাত হয়, যা ৮ ও ৯ জানুয়ারি চরম সহিংসতায় রূপ নেয়। এ সময় ইরানের নিরাপত্তা বাহিনী কঠোর হাতে আন্দোলন দমন করে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, এসব ঘটনায় এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
মন্তব্য করুন

