সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

চিলির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, নিহত ১৮

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:২৬ এএম
চিলির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল
expand
চিলির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল

দক্ষিণ আমেরিকার দেশ চিলির দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আগুনের তাণ্ডব নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সরকার জরুরি অবস্থা ও বিপর্যয় পরিস্থিতি ঘোষণা করেছে।

দাবানলের কারণে ইতোমধ্যে ৫০ হাজারের বেশি মানুষ নিজ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। শত শত বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং দুইটি অঞ্চলে প্রায় ৫০ হাজার একর জমি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়াল বোরিক দক্ষিণাঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুটি অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা করেছেন।

কর্তৃপক্ষ জানায়, তীব্র তাপপ্রবাহ ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

রোববার (১৮ জানুয়ারি) প্রেসিডেন্ট গ্যাব্রিয়াল বোরিক এক বক্তব্যে জানান, এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে রাতের বেলা কারফিউও জারি করা হয়েছে।

এর আগে দেশটির নিরাপত্তামন্ত্রী লুইস কর্দেরো এক সংবাদ সম্মেলনে জানান, বায়োবিও ও নুবলে অঞ্চলে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছিল। পরবর্তীতে অন্যান্য এলাকা থেকে নতুন করে হতাহতের তথ্য পাওয়া যায়।

চিলির রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বায়োবিও ও নুবলে অঞ্চলেই দাবানলের প্রভাব সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। রোববার এই দুই অঞ্চলে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট বোরিক।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, আগুন নেভাতে প্রয়োজনীয় সব ধরনের সম্পদ ও জনবল প্রস্তুত রাখা হয়েছে। জরুরি অবস্থা জারির ফলে সেনাবাহিনীও সরাসরি আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়েছে।

কর্তৃপক্ষের তথ্যমতে, বায়োবিও অঞ্চলের পেনকো ও লিরকেন শহর থেকে সবচেয়ে বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এই দুই শহরের মোট জনসংখ্যা প্রায় ৬০ হাজার।

স্বরাষ্ট্রমন্ত্রী আলভারো এলিজালদে বলেন, আগামী কয়েক দিনে প্রতিকূল আবহাওয়া, বিশেষ করে অতিরিক্ত তাপমাত্রা, আগুন নেভানোর কাজকে আরও কঠিন করে তুলতে পারে। তিনি বলেন, “আমরা অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি।

সরকারি তথ্য অনুযায়ী, বায়োবিও ও নুবলে অঞ্চলে এখন পর্যন্ত প্রায় ৮৫ বর্গকিলোমিটার এলাকা আগুনে পুড়ে গেছে। এতে ব্যাপকভাবে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। এখন পর্যন্ত অন্তত ২৫০টি বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে পৃথক প্রতিবেদনে বিবিসি জানায়, স্থানীয় গণমাধ্যমে রাস্তায় পড়ে থাকা পুড়ে যাওয়া গাড়ির ছবি প্রকাশিত হয়েছে, যা দাবানলের ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলছে। দীর্ঘদিনের খরার কারণে সাম্প্রতিক বছরগুলোতে চিলিতে একের পর এক বড় দাবানলের ঘটনা ঘটছে।

চিলির বন বিভাগ কনাফ জানিয়েছে, রোববার সারা দেশে মোট ২৪টি সক্রিয় আগুনের সঙ্গে দমকল বাহিনী লড়াই করছিল। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দাবানলগুলো নুবলে ও বায়োবিও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে চিলির একটি বড় অংশজুড়ে তাপপ্রবাহ-সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিনে রাজধানী সান্তিয়াগো থেকে বায়োবিও অঞ্চল পর্যন্ত তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যা আগুন নিয়ন্ত্রণে আরও বড় চ্যালেঞ্জ তৈরি করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X