

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার একটি নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে তিনজন নিহত হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নৌকাটিতে মাদক পাচার হচ্ছিল এবং এটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল। তবে এ সংক্রান্ত কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি।
এক ভিডিওতে বিস্ফোরণের পর নৌকাটিকে আগুনে জ্বলতে দেখা গেছে। ট্রাম্প জানান, তাঁর নির্দেশে সেনারা মাদকচক্রবিরোধী অভিযান পরিচালনা করেছে এবং ঘটনাস্থলে কোকেন ও ফেন্টানিল ভর্তি ব্যাগ পাওয়া গেছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে দেশটির আত্মরক্ষার অধিকার আছে। তিনি মার্কিন সিনেটর মার্কো রুবিওকে “মৃত্যু ও যুদ্ধের প্রভু” বলে আখ্যা দিয়েছেন।
এর আগে একই ধরনের আরেক হামলায় ভেনেজুয়েলার আরেকটি নৌকা ডুবে যায়, যাতে ১১ জন নিহত হন। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাল্টা প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা মার্কিন যুদ্ধজাহাজের ওপর দিয়ে এফ-১৬ যুদ্ধবিমান উড়িয়ে সতর্কবার্তা দেয়।
ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি একটি মাছ ধরার নৌকা অবৈধভাবে আট ঘণ্টা দখল করে রেখেছিল, যা সংঘাত বাড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে।
অন্যদিকে, মার্কিন কর্মকর্তারা মাদুরোর বিরুদ্ধে ‘কার্টেল অব দ্য সানস’ নামের চক্র পরিচালনার অভিযোগ এনে তাঁর গ্রেপ্তারে ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে। মাদুরো এসব অভিযোগকে সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র বলে দাবি করেছেন।
মন্তব্য করুন
