বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘ভারতের প্রভাব বলয়ে পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে আফগানিস্তান’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১১:০৪ এএম
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ
expand
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেছেন, আফগানিস্তান এখন ভারতের প্রভাববলয়ে চলে গেছে এবং নয়াদিল্লির স্বার্থে ইসলামাবাদের সঙ্গে সংঘাতে জড়াচ্ছে।

তিনি এসব মন্তব্য করেছেন জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে।

খাজা আসিফের ভাষ্য, “কাবুল এখন দিল্লির নিয়ন্ত্রণে চলে গেছে। তাদের অর্থায়নও মূলত ভারত থেকেই আসছে।”

তিনি আরও বলেন, আফগানিস্তান যদি সংঘাতের পরিসর বাড়ানোর চেষ্টা করে, তবে পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।

পাশাপাশি তিনি জানান, ইসলামাবাদ গঠনমূলক আলোচনায় আগ্রহী হলেও, যুদ্ধবিরতি ভঙ্গ বা সীমান্তে হামলা সহ্য করবে না পাকিস্তান।

প্রসঙ্গত, শনিবার দু’দেশের সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি গোলাগুলির মাধ্যমে সংঘাতের সূচনা হয়, যা রোববার সকাল পর্যন্ত চলে।

এরপর বুধবার (১৫ অক্টোবর) ফের তীব্র সহিংসতায় জড়িয়ে পড়ে দুই দেশ।

এ ঘটনায় এখন পর্যন্ত ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি কাবুলের, অপরদিকে ইসলামাবাদ জানিয়েছে, তারা ২০০-রও বেশি তালেবান যোদ্ধাকে নিস্তেজ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন