

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি আরব মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদ ঘিরে এক বিশাল উন্নয়ন উদ্যোগ নিয়েছে। ‘কিং সালমান গেট’ নামে পরিচিত এই সম্প্রসারণ প্রকল্পের আওতায় নামাজ, আবাসন ও আতিথেয়তা সুবিধা বৃদ্ধির জন্য পবিত্র নগরীর পাশে আধুনিক উচ্চ ভবন নির্মাণ করা হবে।
বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করা হয়। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানায়, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে প্রায় ১২ মিলিয়ন স্কয়ার মিটার এলাকা জুড়ে এই মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে।
প্রকল্পটিতে আধুনিক আবাসিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক ও হোটেল কমপ্লেক্সের পাশাপাশি এমন সুবিশাল নামাজের জায়গা থাকবে, যেখানে একই সময়ে প্রায় ৯ লাখ মানুষ নামাজ আদায় করতে পারবেন-ইনডোর ও আউটডোর উভয় পরিবেশে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে প্রস্তুত করা এক প্রমোশনাল ভিডিওতে দেখা গেছে, মক্কার চারপাশে সুউচ্চ ভবন, উন্নত অবকাঠামো ও আকাশে ওড়া শান্তির প্রতীক পায়রা-যা নতুন যুগের মক্কার ইঙ্গিত বহন করছে।
রুয়া আলহারাম আলমাক্কি নামের প্রতিষ্ঠানটি এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকবে। পরিকল্পনা অনুযায়ী, নির্মাণ সম্পন্ন হলে প্রায় ৩ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির অংশ হিসেবে এ প্রকল্পের লক্ষ্য-আগামী দশকের মধ্যে পবিত্র নগরী মক্কায় ৩ কোটি হজযাত্রীকে স্বাগত জানানো। মক্কা-মদিনাকে কেন্দ্র করে সৌদি সরকার ইতোমধ্যে বেশ কয়েকটি মেগা উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে, যা মুসলিম বিশ্বের জন্য ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন
