

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজা শহরের কেন্দ্রের দিকে উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব দিক থেকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি সেনারা। এতে স্থানীয় বাসিন্দারা বাধ্য হচ্ছেন পশ্চিমের উপকূলীয় সড়কের দিকে সরে যেতে।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র নাদাভ শোশানি জানিয়েছেন, হামাসের ওপর চাপ বাড়াতে পদাতিক, ট্যাংক ও আর্টিলারি ইউনিটকে বিমানবাহিনীর সহায়তায় শহরের ভেতরে মোতায়েন করা হয়েছে। এ অগ্রযাত্রায় সাধারণ মানুষ মাঝখানে আটকে পড়েছেন এবং অনেকেই আল-রশিদ উপকূলীয় মহাসড়ক ধরে দক্ষিণ দিকে যাচ্ছেন।
ঘনবসতিপূর্ণ এলাকায় হামলার কারণে আতঙ্ক ও ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, ড্রোন ও যুদ্ধবিমান থেকে লাগাতার বোমাবর্ষণ চলছে।
বিস্ফোরকবাহী রোবট যান ব্যবহার করে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। বৃহস্পতিবার একদিনেই অন্তত ৪০ জনের প্রাণহানি ঘটেছে বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।
বারবার স্থানচ্যুত হতে হতে অনেক পরিবার এখন ভয় পাচ্ছেন—কোথাও নিরাপদ জায়গা নেই, হয়তো আর কখনো নিজের বাড়িতে ফেরা হবে না। তবুও অনেকে এখনও গাজা ছাড়েননি। ফিলিস্তিনি পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, মঙ্গলবার পর্যন্ত কেবল উত্তর গাজাতেই প্রায় ৭ লাখ ৪০ হাজার মানুষ অবস্থান করছেন, যা পুরো জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ।
মন্তব্য করুন
