রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে সন্ত্রাসী হামলায় ৩ সেনা নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ এএম আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ এএম
ইরানের পতাকা
expand
ইরানের পতাকা

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে সীমান্ত টহলের সময় ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) তিন সেনা প্রাণ হারিয়েছেন।

বুধবার জাহেদান শহরের কাছে লার সীমান্ত উপকণ্ঠে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে এ ঘটনা ঘটে বলে প্রেস টিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

আইআরজিসির কুদস আঞ্চলিক কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, দেশটির পূর্ব–দক্ষিণ সীমান্ত রক্ষায় দায়িত্ব পালনরত সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ঘটনার পরপরই ওই এলাকায় নিরাপত্তা বাহিনী তল্লাশি ও অভিযান শুরু করেছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, হামলার সঙ্গে জড়িতদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুত তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ইরান–পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান–বেলুচিস্তান প্রদেশে দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এ অঞ্চলে বেসামরিক মানুষ ও নিরাপত্তা সদস্যদের ওপর প্রায়ই হামলা হয়। স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার যোগাযোগ রয়েছে বলে ইরানি কর্তৃপক্ষের ধারণা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X