

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের বিহারগামী একটি ট্রেনে দুই তরুণীর সঙ্গে যাত্রীদের শারীরিক টানাটানির ঘটনা ঘটেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ট্রেনের বার্থ কামরার উপরে থাকা দুই তরুণীকে কয়েকজন যাত্রী চুল ধরে নামানোর চেষ্টা করছেন। ভিড়ের কারণে পরিস্থিতি মুহূর্তেই বিশৃঙ্খলায় পরিণত হয়।
ভিডিওতে আরও দেখা যায়, উপরের বার্থে থাকা এক ব্যক্তি, যার কোলে শিশু রয়েছে, ক্ষিপ্ত যাত্রীদের থামানোর চেষ্টা করছেন। তবে ঘটনার সঠিক কারণ ভিডিও থেকে পরিষ্কার নয়।
এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট হওয়ার পর কয়েক লাখ মানুষ দেখেছেন। তিন হাজারের বেশি লাইক এবং হাজারের বেশি মন্তব্য এসেছে। দুই তরুণীর সঙ্গে এমন আচরণ দেখার পর নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
মন্তব্য করুন
