রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

জেন–জি তরুণদের আস্থা বিজেপির ওপর: মোদি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ এএম
নরেন্দ্র মোদি
expand
নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশের বর্তমান তরুণ প্রজন্ম যাদের জেন–জি হিসেবে পরিচিত করা হয় উন্নয়নভিত্তিক রাজনীতির কারণে বিজেপির ওপর আস্থা রাখছে। তার মতে, তরুণদের এই বিশ্বাসই দলটির শক্তির অন্যতম বড় ভিত্তি।

শনিবার (১৭ জানুয়ারি) পশ্চিমবঙ্গের মালদায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

মুম্বাইয়ের স্থানীয় সরকার নির্বাচন (বিএমসি)-তে বিজেপির সাম্প্রতিক সাফল্যের উদাহরণ তুলে ধরে মোদি বলেন, তরুণ ভোটারদের সমর্থন শুধু একটি অঞ্চলে সীমাবদ্ধ নয়, বরং তা দেশজুড়েই প্রতিফলিত হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই ধারা আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও বজায় থাকবে।

নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই মালদার সমাবেশ থেকে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তার অভিযোগ, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সহায়তা রাজ্য সরকার সাধারণ মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছে না এবং জনস্বার্থের অর্থের অপব্যবহার হচ্ছে।

মোদি বলেন, পশ্চিমবঙ্গে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে বর্তমান সরকারকে পরিবর্তন করা জরুরি। পাশাপাশি অনুপ্রবেশ প্রসঙ্গে কড়া অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হবে এবং অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি মতুয়া ও অন্যান্য শরণার্থী সম্প্রদায়ের মানুষদের উদ্দেশে বলেন, এই আইন তাদের সুরক্ষার জন্যই করা হয়েছে এবং এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X