

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ৯টার আপডেটে ঢাকার বাতাসের মান ছিল ১৯৬, যা ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।
এতে বায়ুমানে বিশ্বের ১২৫ শহরের মধ্যে ছয় নম্বরে আছে ঢাকা।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।
২৭০ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষ অবস্থানে আছে পশ্চিমবঙ্গের কলকাতা, যার অর্থ কলকাতার বাতাস বিষাক্ত, ২৪৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারতের দিল্লি, ২৪০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, ২১৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে পাকিস্তানের লাহোর, ২০৩ স্কোর নিয়ে পাঁচ নম্বরে চীনের উহান। সবকটি শহর বায়ুমান সূচকে ‘খুবই অস্বাস্থ্যকর’।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
মন্তব্য করুন

