

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই দিনের ভারত সফর ঘিরে রাজধানী নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় তার পৌঁছানোর কথা রয়েছে।
ইতোমধ্যে নিরাপত্তারক্ষীরা হোটেলে অবস্থান নিয়েছে। পুরো হোটেলজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে, সব রুম বুক করে ফেলা হয়েছে। করিডোর ব্যারিকেট দিয়ে আটকে ফেলা হয়েছে।
চানক্য স্যুটে থাকবেন পুতিন
ডিএনএ ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, পুতিন অবস্থান করবেন হোটেলের সবচেয়ে বিলাসবহুল চানক্য স্যুটে। ৪ হাজার ৬০০ বর্গফুট আয়তনের এই স্যুটের রাতপ্রতি ভাড়া ৮ থেকে ১০ লাখ রুপি!
চানক্য স্যুটের অভ্যন্তরীন সাজসজ্জা সম্পূর্ণ রাজকীয়। রয়েছে সিল্ক-প্যানেল করা দেয়াল, ডার্ক উডেন ফ্লোর এবং শিল্পকর্ম। ডাইনিং ব্যবস্থাও সমান আড়ম্বরপূর্ণ।
চানক্য স্যুটে যে সুবিধাগুলো রয়েছে
মাস্টার বেডরুম ও ওয়াক-ইন ক্লোজেট
ব্যক্তিগত স্টিম রুম ও সাউনা
পূর্ণাঙ্গ জিম
বৃহৎ রিসেপশন ও লিভিং এরিয়া
১২ সিটের ডাইনিং রুম
অতিথি কক্ষ, স্টাডি ও অফিস স্পেস
নয়াদিল্লির মনোরম দৃশ্য দেখার সুবিধা
হাতে খোদাই করা দৃষ্টিনন্দন নকশা
এটি এমনভাবে সাজানো হয়েছে যেন রাষ্ট্রপ্রধানেরা একই সঙ্গে রাজকীয় ও ব্যক্তিগত আবহ দুই উপভোগ করতে পারেন।
চার দশকের বেশি সময় ধরে বিদেশি রাষ্ট্রপ্রধানদের প্রথম পছন্দ আইটিসি মৌর্যা।
নয়াদিল্লির অন্যতম বিলাসবহুল এই হোটেলে রয়েছে ৪১১টি রুম ও ২৬টি স্যুট। পাশাপাশি রয়েছে নয়টি ফুড অ্যান্ড বেভারেজ আউটলেট এবং পাঁচটি ব্যাঙ্কোয়েট ও মিটিং ভেন্যু।
মন্তব্য করুন

