রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভিসা নিয়ে বড় সুখবর দিলো ইতালি সরকার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১২:২৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটননির্ভর দেশ ইতালি তাদের শ্রমবাজারের ঘাটতি পূরণের জন্য তিন বছর মেয়াদী পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, এবারের আবেদন প্রক্রিয়া আগের তুলনায় অনেক বেশি কঠোর ও স্বচ্ছ হবে।

শুধুমাত্র দক্ষ কর্মী এবং নিবন্ধিত মালিক বা স্পন্সর আবেদন করতে পারবেন। ভিসা প্রদানের জন্য প্রত্যেক নিয়োগদাতার পূর্ণাঙ্গ ও যাচাইযোগ্য তথ্য থাকা বাধ্যতামূলক; অন্যথায় আবেদন বাতিল হবে।

স্পন্সর ভিসার আবেদন শুরু হবে ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে এবং চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। আগাম ফরম পূরণের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন। এবার ইতালি ৩৮টি নন-ইউরোপীয়ান দেশ থেকে শ্রমিক নেবে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।

প্রবাসী বাংলাদেশিরা সতর্ক করেছেন, এবারের প্রক্রিয়ায় দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে আবেদন করলে বিপদ হতে পারে। কারণ সরকার ডিজিটাল সিস্টেমে মালিক ও শ্রমিকের তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে। শুধুমাত্র সঠিক ও নিবন্ধিত স্পন্সরের আবেদন গ্রহণযোগ্য হবে।

ইতালিতে দীর্ঘদিন ধরেই শ্রমিক সংকট রয়েছে। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে প্রায় ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নেওয়ার পরিকল্পনা ছিল, যা পরে ৫ লাখে বৃদ্ধি করা হয়েছে।

২০২৬ সালের আবেদনকারীদের জন্য নির্ধারণ করা হয়েছে ‘ক্লিক ডে’, যথা ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারি। ওই দিনগুলোতে সকাল ৯টায় আবেদনকারীরা নির্ধারিত অনলাইন পোর্টালে তাদের আবেদন জমা দিতে পারবেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, স্বয়ংক্রিয় যাচাই প্রক্রিয়ার কারণে এবার বাংলাদেশিরা ইতালি ভিসা পেতে আগের মতো হয়রানির শিকার হবেন না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X