বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ বছর পর আবার চালু হচ্ছে ভারত–চীন সরাসরি ফ্লাইট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১১:২৫ এএম
expand
পাঁচ বছর পর আবার চালু হচ্ছে ভারত–চীন সরাসরি ফ্লাইট

প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর অক্টোবরের শেষ দিক থেকেই ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু হতে যাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের ভাষ্যমতে, নির্দিষ্ট কিছু শহরের মধ্যে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে এবং এটি ২০২৫ সালের শীতকালীন সূচি অনুযায়ী কার্যকর হবে। এ সূচি ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে। তবে সিদ্ধান্তটি কার্যকর করতে দুই দেশের নির্ধারিত বিমান সংস্থাগুলোকে বাণিজ্যিক ও অন্যান্য কার্যক্রমগত শর্ত পূরণ করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এ সমঝোতা জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতেও সহায়ক হবে।

ঘোষণার পরপরই ইন্ডিগো এয়ারলাইন্স জানিয়েছে, তারা ২৬ অক্টোবর থেকে কলকাতা–গুয়াংজু রুটে প্রতিদিনের সরাসরি ফ্লাইট চালু করবে। পাশাপাশি দিল্লি–গুয়াংজু রুটেও ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে।

ইন্ডিগোর সিইও পিটার অ্যালবার্স বলেন, “ভারত–চীন সরাসরি ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। এটি দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করবে।”

উল্লেখ্য, ২০২০ সালের মার্চে কোভিড-১৯ মহামারির কারণে ভারত চীনের সঙ্গে সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে। পরে বিশেষ ‘এয়ার বাবল’ চুক্তির মাধ্যমে কিছু আন্তর্জাতিক রুট খোলা হলেও ভারত–চীন সরাসরি ফ্লাইট আর চালু হয়নি। এর পেছনে ২০২০ সালের গালওয়ান সংঘর্ষ-পরবর্তী উত্তেজনাও একটি বড় কারণ ছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন