

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বিমানবন্দরের দুইজন কর্মী প্রাণ হারিয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।
ঘটনায় বিমানে থাকা চারজন ক্রু সদস্য বেঁচে আছেন এবং তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদন অনুযায়ী, এমিরেটসের ফ্লাইট ইকেএ ৯৭৮৮ পরিচালনা করছিল তুরস্কভিত্তিক কার্গো এয়ারলাইন এয়ার এ সি টি। প্লেনটি স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে দুবাই থেকে হংকংয়ে পৌঁছায়। তবে উত্তর দিকের রানওয়েতে নামার সময় এটি বিমানবন্দরের একটি গ্রাউন্ড ভেহিকলের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে সাগরে পড়ে।
হংকংয়ের সিভিল এভিয়েশন ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, সংঘর্ষের পর বিমানবন্দরের দুইজন গ্রাউন্ড স্টাফ পানিতে পড়ে যান। উদ্ধারকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিলেও দুজনেরই মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম আরটিএইচকে।
অন্যদিকে বিমানের চার ক্রু সদস্য জীবিত আছেন এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট রানওয়েটি বন্ধ করে দেওয়া হয়, যদিও বিমানবন্দরের অন্য দুইটি রানওয়ে চালু রয়েছে। এ বিষয়ে সোমবার সকাল ১০টায় সংবাদ সম্মেলনের আয়োজন করার কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, উদ্ধার তৎপরতায় হংকং সরকারের ফ্লাইং সার্ভিসের হেলিকপ্টার এবং ফায়ার সার্ভিসের উদ্ধার নৌযান অংশ নেয়।
এদিকে বিমানবন্দরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সোমবার হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল এমন অন্তত ১১টি কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, হংকং আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশ্বের অন্যতম নিরাপদ বিমানবন্দর হিসেবে ধরা হয়। সেখানে বড় ধরনের বিমান দুর্ঘটনা বিরল ঘটনা হিসেবে বিবেচিত।
মন্তব্য করুন
