শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গরু-অর্থের বিনিময়ে স্ত্রীকে পরকীয়া প্রেমিকের কাছে বিক্রি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশের তোলাকি সম্প্রদায়ে ঘটেছে এক অদ্ভুত ঘটনা—এক ব্যক্তি নিজের স্ত্রীর পরকীয়ার পর তাকে প্রেমিকের হাতে তুলে দিয়েছেন, বিনিময়ে পেয়েছেন একটি গরু, কিছু অর্থ ও ঐতিহ্যবাহী সামগ্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পাঁচ বছর পর স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন। একদিন তিনি গোপনে প্রেমিকের সঙ্গে বোর্ডিং হাউসে দেখা করতে গেলে স্বামী সেখানে গিয়ে দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন। ঘটনার পর ক্ষুব্ধ স্বামী পুলিশে অভিযোগ করেন ও পরবর্তীতে স্ত্রীর সঙ্গে সম্পর্কের ইতি টানেন।

তবে পরে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য গ্রামের প্রবীণদের কাছে নিয়ে যাওয়া হয়। তোলাকি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘মোওয়া সারাপু’ (অর্থাৎ, ক্ষমা ও শান্তির পুনঃস্থাপন) নামের এক অনুষ্ঠানে এই বিরোধ নিষ্পত্তি হয়। অনুষ্ঠানে প্রেমিক পক্ষ ক্ষতিপূরণ হিসেবে স্বামীকে একটি গরু, একটি তামার পাত্র, ঐতিহ্যবাহী কাপড় ও প্রায় ৩৬ হাজার টাকা প্রদান করে।

গ্রামপ্রধান সফরুদ্দিন জানান, অনুষ্ঠানের মাধ্যমে দম্পতির বিবাহ আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন করা হয় এবং উভয় পুরুষ করমর্দনের মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলেন। প্রবীণদের মতে, এই প্রথার উদ্দেশ্য প্রতিশোধ নয়—বরং সমাজে শান্তি ও মর্যাদা পুনরুদ্ধার করা।

তবে সম্প্রদায়ের প্রবীণরা সতর্ক করে বলেন, একই ধরনের আচরণ পুনরায় ঘটলে তা সংশ্লিষ্ট নারী ও তার পরিবারের জন্য গভীর লজ্জার কারণ হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন