বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মালদ্বীপে কোরআন চর্চায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে বিশেষ উদ্যোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১০:৫৩ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

মালদ্বীপকে পবিত্র কোরআনের চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে দেশটির সরকার।

প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু বলেন, ইসলামিক রাষ্ট্র হিসেবে কোরআন তিলাওয়াত ও কোরআন প্রচার-প্রসারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

গত ১২ অক্টোবর ২০২৫ সকালে ইসলামিক সেন্টারের কনফারেন্স হলে অনুষ্ঠিত ৩৭তম জাতীয় কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, তরুণ প্রজন্মকে কোরআনের সঙ্গে সংযুক্ত করতে এই প্রতিযোগিতা সরকারের জন্য বিশেষ গুরুত্ব বহন করে।

প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতে দেশের সব অঞ্চলের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেবে, আন্তরিকভাবে প্রস্তুতি নেবে এবং বিভিন্ন পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।

তিনি শিশুদের মধ্যে কোরআন তিলাওয়াতের প্রতি গভীর অনুরাগ ও গৌরববোধ তৈরি করার আহ্বান জানান এবং সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতি উৎসাহিত করেন।

প্রতিযোগিতায় কোরআন তিলাওয়াত, মুখস্থ করা, জ্ঞান প্রচার এবং কোরআনের সেবা প্রসারে সরকারের বিশেষ গুরুত্ব প্রতিফলিত হয়েছে।

প্রেসিডেন্টের নির্দেশে এবার প্রথম স্থানের জন্য বিশেষ পুরস্কার চালু করা হয়েছে এবং অন্যান্য পুরস্কারের মানও বৃদ্ধি পেয়েছে।

এর ফলে প্রতিযোগিতাটি দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইসলামিক অনুষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে।

৩৭তম জাতীয় কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ১৮ সেপ্টেম্বর উদ্বোধন হয় এবং ১৯ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত কিং সালমান মসজিদের দুই তলায় অনুষ্ঠিত হয়।

এতে ১,০২৩ জন প্রতিযোগী অংশ নেন, যারা ১১৯টি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেছেন—যেমন দ্বীপ ও সিটি কাউন্সিল, বিদ্যালয়, ক্লাব, সংগঠন, কোরআন শিক্ষা কেন্দ্র, কলেজ ও বিশ্ববিদ্যালয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদ, ভাইস প্রেসিডেন্ট উজ. হুসাইন মোহাম্মদ লাতিফ এবং মন্ত্রীসভার অন্যান্য সদস্যরা। তারা প্রতিযোগিতায় সর্বোচ্চ সাফল্য অর্জনকারীদের হাতে পুরস্কার, সনদ ও ক্রেস্ট তুলে দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন