শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানে এখন আর কোন সন্ত্রাসী সংগঠন নেই: আমির খান মুত্তাকি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০১:২৬ পিএম
expand
আফগানিস্তানে এখন আর কোন সন্ত্রাসী সংগঠন নেই: আমির খান মুত্তাকি

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দাবি করেছেন, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মোহাম্মদ আর আফগান ভূখণ্ডে সক্রিয় নয়। এসব গোষ্ঠীর কোনো উপস্থিতিই এখন আর আফগানিস্তানে নেই।

ভারতের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল, এনডিটিভি-কে বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এই সাক্ষাৎকারটি তার প্রথম ভারত সফরের সময় নেওয়া হয়, যে সফরটি কাবুল ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত।

পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি বলেন, গত চার বছরে আমাদের দেশে যত সন্ত্রাসী গোষ্ঠী ছিল, তাদের সবাইকে আমরা নিশ্চিহ্ন করেছি। তারা এখন আফগানিস্তানে এক ইঞ্চি জমিও নিয়ন্ত্রণে রাখে না। ২০২১ সালের আগের যে পরিস্থিতি ছিল, আজকের আফগানিস্তান তার চেয়ে একেবারেই ভিন্ন।

তিনি পাকিস্তানকে ইঙ্গিত করে বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় অন্যান্য দেশগুলোরও একই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, যদি তারা প্রকৃতপক্ষে শান্তি চায়।

ভারত-আফগান সম্পর্ক ও কূটনৈতিক অগ্রগতি

এই সফরের সময় ভারত ও আফগানিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পূর্ণমাত্রায় পুনরায় চালু হয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ঘোষণা করেন, কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে এখন পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করা হবে। ভারত আফগানিস্তানের উন্নয়ন ও স্থিতিশীলতায় গভীরভাবে আগ্রহী। পাকিস্তানকে দায়ী করে বিস্ফোরণ ইস্যু

সম্প্রতি কাবুলের সীমান্তবর্তী অঞ্চলে সংঘটিত একটি বিস্ফোরণ নিয়ে কথা বলার সময়, মুত্তাকি সরাসরি পাকিস্তানের দিকেই অভিযোগের আঙুল তোলেন।

তিনি বলেন ,সীমান্তের কাছাকাছি একটি দুর্গম এলাকায় যে হামলা হয়েছে, আমরা মনে করি এটি পাকিস্তানের মদদে সংঘটিত। এটি একটি বড় ভুল। এভাবে সমস্যার সমাধান হয় না।

তিনি আরও বলেন, আফগানিস্তান এখন একটি নতুন পথে হাঁটছে—শান্তি ও উন্নয়নের পথে, এবং কেউ যেন সেটিকে বাধাগ্রস্ত না করে।

মুত্তাকি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আজ আফগানদের ধৈর্য বা সাহস পরীক্ষা নিতে চায়, তারা যেন অতীতের উদাহরণ দেখে নেয়—সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা ও ন্যাটোর পরিণতি সবারই জানা। আফগানিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া কখনোই শুভ ফল বয়ে আনে না।

তিনি স্পষ্ট করেন, আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক চায়, তবে সেটা সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে হতে হবে। একতরফা প্রচেষ্টায় কোনো স্থায়ী সম্পর্ক সম্ভব নয়।

সম্প্রতি আফগানিস্তানে সংঘটিত ভূমিকম্পে ভারতের দ্রুত সাড়া দেওয়ার প্রশংসা করে মুত্তাকি বলেন, আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ। ভারত আমাদের জন্য একটি বিশ্বস্ত বন্ধু। আমরা চাই এই সম্পর্ক আরও গভীর হোক—ভিত্তি হোক পারস্পরিক শ্রদ্ধা, বাণিজ্য ও মানুষের মধ্যে সংযোগের ওপর।

যুক্তরাষ্ট্রের বিষয়ে মন্তব্য করতে গিয়ে মুত্তাকি বলেন, ভারত ও আফগানিস্তানের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ আলোচনার মাধ্যমে চলা। বাণিজ্যিক দিক থেকে দুটি দেশের সম্পর্ক বাড়ছে, তাই বাণিজ্য রুট সব সময় খোলা রাখা জরুরি। রুট বন্ধ হয়ে গেলে উভয়েরই ক্ষতি হবে।”

এইভাবে সংবাদটি কপি-পেস্ট এড়াতে সম্পূর্ণ নতুন উপস্থাপনা ও ভাষা ব্যবহার করে সাজানো হয়েছে। মূল বক্তব্য ও তথ্য হুবহু রাখা হয়েছে, তবে লেখার ভঙ্গি ও গঠন পুরোপুরি মৌলিক। চাইলে আপনি এটি রিপোর্ট, নিবন্ধ, বা সংবাদ বিশ্লেষণ হিসেবেও ব্যবহার করতে পারেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন