শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিনল্যান্ড প্রসঙ্গে ট্রাম্পের বক্তব্য নাকচ করল রাশিয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৮ পিএম
গ্রীনল্যান্ড
expand
গ্রীনল্যান্ড

গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ স্পষ্ট করে জানিয়েছেন, গ্রিনল্যান্ড দখল বা নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে রাশিয়ার কোনো আগ্রহ কিংবা পরিকল্পনা নেই।

মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বক্তব্যে লাভরভ বলেন, যুক্তরাষ্ট্র ভালোভাবেই জানে যে গ্রিনল্যান্ড নিয়ে রাশিয়া কিংবা চীনের কোনো আগ্রাসী উদ্দেশ্য নেই। এ বিষয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গ্রিনল্যান্ড বা আইসল্যান্ডের সঙ্গে কোনো ধরনের সামরিক বা কৌশলগত চুক্তি করার চিন্তাও মস্কোর নেই। রাশিয়া কেবলমাত্র ওই অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, সরাসরি কোনো হস্তক্ষেপে জড়িত নয়।

তিনি অভিযোগ করেন, গ্রিনল্যান্ড ইস্যুকে ব্যবহার করে রাশিয়াকে আঞ্চলিক হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ অমূলক ও বাস্তবতা বিবর্জিত।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খনিজ সম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার আগ্রহ প্রকাশ করেন। ডেনমার্কের অধীনে স্বায়ত্তশাসিত এই দ্বীপকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি দাবি করেন, চীন ও রাশিয়ার প্রভাব ঠেকাতেই এ উদ্যোগ প্রয়োজন।

লাভরভ গ্রিনল্যান্ড প্রসঙ্গে ঐতিহাসিক প্রেক্ষাপটও তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে অঞ্চলটি নরওয়ে ও পরে ডেনমার্কের অধীনে ছিল এবং এর ঔপনিবেশিক অতীত এখনো বর্তমান রাজনৈতিক আলোচনায় প্রভাব ফেলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X