

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ঘোষিত বিক্ষোভকে ঘিরে দেশটির কয়েকটি শহরে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে রাওয়ালপিন্ডিতে সব ধরনের জনসমাবেশ, সভা–মিছিল ও বিক্ষোভ বন্ধ রাখতে ১৪৪ ধারা ঘোষণা করে স্থানীয় প্রশাসন। পরে একই সিদ্ধান্ত কার্যকর করা হয় রাজধানী ইসলামাবাদেও।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থেই দুই শহরে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থা তা কঠোরভাবে বাস্তবায়ন করবে।
তিনি অভিযোগ করেন, কারা প্রশাসনের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার ভাষায়—কারাগারে সাক্ষাৎ বা প্রশাসনিক যেকোনো বিষয় পুরোপুরি কারা কর্তৃপক্ষের এখতিয়ার, এগুলোকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা ঠিক নয়।
ইমরান খানের দুই ছেলের ভিসা নিয়ে তিনি বলেন, সহানুভূতির জায়গা থেকে নয়, বরং যেসব নথি প্রয়োজন সেগুলো জমা দিলেই ২৪ ঘণ্টার মধ্যে ভিসা দেওয়া সম্ভব। শুধু ট্র্যাকিং নম্বর প্রদান করলেই প্রক্রিয়া শুরু হবে।
সন্ত্রাসবাদ ইস্যুতে তিনি আরও জানান, চরমপন্থীরা পরিচয় আড়াল করতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ ও ভিপিএন ব্যবহার করছে, যা রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পিটিএ-র সঙ্গে সমন্বয়ে কাজ করছে।
ইসলামাবাদ প্রশাসন আবারও জানিয়েছে, শহরে ১৪৪ ধারা কার্যকর রয়েছে এবং কোনো ধরনের সমাবেশ, মিছিল বা র্যালি এর আওতায় নিষিদ্ধ। আইন লঙ্ঘন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তার জন্য পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত শহরজুড়ে ১৪৪ ধারা বহাল রাখার ঘোষণা দিয়েছেন।
এদিকে, খাইবার পাখতুনখাওয়া (কেপি) সরকারের সম্পদ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিষয়ে প্রতিমন্ত্রী সতর্ক করে বলেন, এ ধরনের ঘটনা ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার অভিযোগ, কেপি পুলিশের কিছু সদস্যকে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে ইসলামাবাদে আনা হচ্ছে, যা সরকারি কর্মকর্তাদের জন্য শাস্তিযোগ্য অপরাধ।
তার এসব মন্তব্য এসেছে পিটিআইয়ের আজকের নির্ধারিত বিক্ষোভকে কেন্দ্র করে। ইমরান খানের কারাগারে সাক্ষাৎ সুবিধা সীমিত করায় দলটি ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা জেলের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে।
মন্তব্য করুন

